আমেরিকান গ্রিন কার্ড ডিভি লটারি আবেদন ২০২৪

আমেরিকান গ্রিন কার্ড ডিভি লটারি আবেদন ২০২৪

ডিভি লটারি আবেদন ২০২৪: ডিভি লটারি হচ্ছে আমেরিকান গ্রিন কার্ড ডাইভারসিটি লটারি সিস্টেম। যার মাধ্যমে সারা বিশ্ব থেকে ডিভি লটারি আবেদনের মাধ্যমে অনেক মানুষ তাদের স্বপ্নের দেশ আমেরিকায় পাড়ি জমায়। এই ডিভি লটারির বিশেষত্ব হচ্ছে আপনি বা আপনারা যখন কেউ এই লটারিতে জয়ি হন তখন সে ওই দেশের জন্য বৈধ নাগরিক হয়ে যান। আপনাকে কোন প্রকার ভিসার জন্য কাঠখর পোড়াতে হবে না। আপনি ওই দেশের একজন সাধারন নাগরিক হবে যাবেন।

ডিভি লটারির মাধ্যমে যারা আমেরিকায় পাড়ি জমায় তারা ওই দেশের একজন বৈধ নাগরিক হয়ে যায়। আর একজন নাগরিক হয়ে আপনি ওই দেশের সব সুবিধা ভোগ করতে পারবেন। সরকারি চাকুরি থেকে শুরু করে আপনার যা কিছু করার বৈধ ভাবে তাই তখন আপনি করতে পারবেন। এর জন্য আপনাকে একটি লটারি ক্রয় করতে হবে। যার জন্য আপনাকে অনলাইনে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এরকম ভাবে অনুমতিদ দেশ গুলো থেকে সবাই আবেদন করতে পারবে। একটি নিদ্রিষ্ট সময় পর লটারির মাধ্যমে বিজয়ী ঘোষনা করা হবে।

ডিভি লটারি আবেদন

আপনি যদি কোন দেশের একজন বৈধ নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি এই ডিভি লটারিতে আবেদন করতে পারবেন। তবে আপনাকে ডিভি লটারিরর নিয়মাবলির আওতায় থাকতে হবে আপনার যদি তাদের দেওয়া রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করতে পারেন তবেই আপনি আবেদনের জন্য অনুমতি পাবেন।

আবেদনের জন্য তাদের https://www.dvlottery.com/register/ সরকারি ওয়েব সাইটে ঢুকে আপনার প্রয়োজনিয় তথ্য দিয়ে আবেদন ফর্মটি ফিলআপ করতে হবে। এর জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। এটি ইংরেজির পাশাপাশি বিভিন্ন ভাষায় দেওয়া থাকে আপনার পছন্দ মতো ভাষা সিলেক্ট করে কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তবে ওদের ওয়েব সাইটে বাংলা ভাষাও রয়েছে।

আমেরিকান ডিভি লটারিতে যা যা থাকবে

১। আবেদনকারীর সম্পূর্ণ নাম
২। জন্মের ডেট
৩। আবেদনকারীর জন্মের স্থান ( আবেদন কারী যেই শহরে বা জেলায় জন্ম নিয়েছিলেন অথবা যেখান থেকে জন্মনিবন্ধন কার্ড তৈরি করেছিলেন)
৪। জাতীয়তা/ দেশ
৫। আবেদনকারীর সাম্প্রতিক ছবি
৬। বর্তমান ঠিকানা/ পুর্ণঠিকানা
৭। বর্তমানে যে দেশের বাসিন্দা
৮। ফোন নাম্বার/ মোবাইল নম্বর
৯। ই-মেইল ঠিকানা ( যদি থাকে)
১০। প্রার্থীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যাতা ও প্রতিষ্ঠান
১১। বিবাহিত / অবিবাহিত /
১২। সন্তান- সন্ততির সংখ্যা ( যদি তার সন্তানের বয়স ২১ বছরের নিচে হয় )
১৩। স্বামী অথবা স্ত্রী র তথ্য
১৪। সন্তান সন্ততিদের তথ্য

বিঃদ্রঃ একজন প্রার্থী একের অধিক আবেদন করতে পারবে না। তাই গুরুত্বের সাথে আবেদন ফরমটি ফিল আপ করতে হবে, যেন কোন ভুল তথ্য বা মিথ্যা তথ্য দেওয়া না হয়। স্বামী-স্ত্রী আলাদা আলাদা দুইটি আবেদন করতে পারবেন।

সম্পূর্ন আবেদন সম্পন্ন হলে সবার শেষে একটি কনফার্মেশন নাম্বার আসবে। এখানে আবেদনকারীরর পুরো নাম এবং জন্মসাল দেখানো হবে। ডিভি লটারির পরবর্তি ধাপ গুলো খুবই জুরুরী এর পরে ভিসা পাবার সময় বা স্ট্যাটাস জানতে এই তথ্য গুলো অবশ্যই দরকার হবে। তাই এগুলো সংরক্ষণ করে রাখবেন।

বাংলাদেশে থেকে ডিভি লটারি আবেদন ২০২৪

দূর্ভাগ্যবশত ২০১২ কোটা পূরণ হওয়ায় নতুন করে আর বাংলাদেশে থেকে কোন অভিবাসী নেওয়া হবে না তাই কেউ আবেদন করতে পারবেন না। তবে কেউ যদি ইলিজিবেল কোন দেশের নাগরিক বা ওই দেশে জন্ম হয়েছিল তারা শুধু এর অনুমতি পাবেন।

শুধু বাংলাদেশ না এরকম আরো বড় বড় দেশ গুলো কোটা ফিলআপ হওয়া সেই দেশ গুলো থেকে কেউ আবেদন করতে পারবে না। নিচে যেসব দেশ আবেদন করতে পারবে না তাদের একটি তালিকা দেওয়া হলো।

ডিভি লটারি আবেদন ২০২৪
Credit: CNBCTV18

ডিভি লটারির জন্য যে সকল দেশ আবেদন করতে পারবে না

১.বাংলাদেশ,
২. চীন (হংকং এসএআর সহ),
৩. কানাডা,
৪. হন্ডুরাস
৫. কলম্বিয়া,
৬. ব্রাজিল
৭. এল সালভাদোর,
৮. জামাইকা
৯. হাইতি,
১০. গুয়াতেমালা
১১. ভারত,
১২.,নাইজেরিয়া
১৩. মেক্সিকো,
১৪. ফিলিপাইন
১৫. পাকিস্তান,
১৬. যুক্তরাজ্য (উত্তর আয়ারল্যান্ড বাদে) এবং
১৭. দক্ষিণ কোরিয়া,
১৮. ডোমিনিকান প্রজাতন্ত্র
১৯. ভিয়েতনাম।

ডিভি লটারি আবেদন তারিখ ২০২৪

কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি ২০২৪ আবেদন শুরু হবে আগামী ০৫ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ০৮ নভেম্বর পর‌্যন্ত চলবে। বিদেশি নাগরিকদের ২০২৪ অর্থবছরে মোট ৫৫ হাজার গ্রিন কার্ড দেওয়া হবে বলে মার্কিন পররাষ্ট্র দফতরের বরাদ দিয়ে জানিয়েছেন সংবাদ মাধ্যম নিউজওয়্যার, আরো তথ্য পেতে all Bangla newspaper আপডেট থাকুন।।

তালিকায় উল্লেখ্যিত দেশে গুলো ছাড়া বাকি সব দেশ থেকে আবেদন গ্রহণ করা হবে। তাই যারা এই ইলিজিবল দেশের নাগরিক তারা অবশ্যই আবেদন করতে পারবেন।

Leave a Comment